IQNA

হিজাব বিতর্কে জরুরি শুনানিতে যে নির্দেশ দিলো  ভারতের সুপ্রিম কোর্ট

20:53 - February 11, 2022
সংবাদ: 3471414
তেহরান (ইকনা): ভারতের কর্ণাটকের হিজাব ইস্যুতে এখনই হস্তক্ষেপ করতে চাইল না দেশটির সুপ্রিম কোর্ট। কর্ণাটক হাই কোর্টের অন্তর্বর্তী রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে একটি স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করেছেন সিনিয়র অ্যাডভোকেট দেবদত্ত কামাত। কিন্তু মামলাকারীর করা দ্রুত শুনানির আরজি খারিজ করে দিল আদালত। 
তবে কর্ণাটক হাইকোর্টকে দ্রুত এই মামলার রায় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর দাবি ছিল, কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী রায় শুধু মুসলিম ছাত্রীদের প্রভাবিত করবে এবং এই রায়ের সুদূরপ্রসারী পড়তে পারে। তাই সুপ্রিম কোর্টের এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা উচিৎ। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আরজি খারিজ করে দিল। ‘এই বিষয়টিকে ন্যাশনাল ইস্যু করবেন না’, মামলাকারীকে বললেন প্রধান বিচারপতি এন ভি রামানা।
 
মামলাকারী জানান, এই রায়ের ফলে সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের অবনামনা করা হচ্ছে। কিন্তু শীর্ষ আদালত জানায়, কর্ণাটক হাইকোর্ট ইতিমধ্যেই মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি করছে। তাছাড়া চূড়ান্ত রায়ও এখনও ঘোষিত হয়নি। তাই এটা নিয়ে এত বৃহৎ আকারে ভাবার কোনও দরকার নেই। মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “ভাল করে ভাবুন, এই ইস্যুগুলিকে দিল্লিতে টেনে আনাটা কি ঠিক? জাতীয় স্তরে টেনে আনা কি ঠিক? যদি কিছু অন্যায় হয়, তাহলে তো আমরা আছিই।”
captcha